গুগল সার্চ, গুগল এসিস্ট্যান্ট, আমাজন আলেক্সা, এপল সিরির অনেক তথ্য আসে উইকিপিডিয়া থেকে। বিনামূল্যে। অধিকাংশ গুগল ব্যবহারকারী জানেই না, তাদের করা বহু প্রশ্নের উত্তর আসে উইকিপিডিয়া থেকে। এই না জানার পরিসমাপ্তি হল— উইকিপিডিয়ার জনপ্রিয়তা হ্রাস, যার ফলে উইকিপিডিয়ার নিজস্ব সাইটের সক্ষমতা বাড়াতে নতুন অনুদান গঠনে, এবং এমনকি নতুন স্বেচ্ছাসেবী তৈরিতে ব্যর্থ করছে।