রাশিয়ার দৃষ্টিভঙ্গি থেকে সাবেক ন্যাটো কর্মকর্তার ইউক্রেন সংকটের বর্ণনা | শেষ পর্ব
ভ্লাদিমির পুতিন যদি এখানে হস্তক্ষেপ করতে আসেন, তিনি এখানে “রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট” (R2P) নামের আন্তর্জাতিক বিধি দেখাতে পারবেন। কিন্তু তিনি জানতেন, রাশিয়ার জড়িয়ে পড়ার মাত্রা যা-ই হোক না কেন এর বিনিময়ে তাকে স্যাংশনের বৃষ্টির সম্মুখীন হতে হবে। তাই ইউক্রেন প্রসঙ্গে পশ্চিমাদের চাপ দেওয়ার জন্য তিনি দনবাস বা এর বাইরে যতই অগ্রসর হন না কেন, তাকে একই প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।