বাস্তবে এমন কনফেডারেট গঠন করা তখনই সম্ভব হবে, যখন উত্তর কোরিয়ার রেজিমের পতন ঘটবে, কিংবা এতে কোনো নাটকীয় পরিবর্তন আসে। তখন হয়তো পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার প্রভাব নিয়ে অস্বস্তিতে ভুগবে না। অর্থাৎ, কেবলমাত্র কিম পরবর্তী যুগেই এই অস্থায়ী কনফেডারেট রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। উত্তর কোরিয়ার এই সরকার পরিবর্তনের ঘটনাটা কী প্রক্রিয়ায় হবে তা কোনো প্রভাব রাখবে না। এটা জনতার কোনো বিপ্লবের দ্বারাও আসতে পারে, অভ্যুত্থান বা অন্য কোনোভাবেও হতে পারে। নতুন সরকার যদি দক্ষিণ কোরিয়ার সাথে একত্রিত হতে আন্তরিকভাবে আগ্রহী হয়, তখন এই কনফেডারেট রাষ্ট্র দেখা যেতে পারে।