Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

গিনেজ বুকে জায়গা করে নিলো দীর্ঘজীবী কুকুর ববি!

গিনেজ বুক নামটি শুনলে আপনার মাথায় প্রথমে কী আসে? জানি বলবেন, শিহরণ জাগানো চমকপ্রদ সব রেকর্ডের সমাহার। হ্যাঁ, ঠিক তা-ই! সম্প্রতি তেমনই এক অনবদ্য রেকর্ডের মালিক হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কুকুর ববি।

১৯৯২ সালের কথা, পর্তুগালের কনকুয়েরিওস গ্রামের ছোট্ট এক খামারবাড়িতে জন্ম হয় ববির। অন্য সব কুকুরের মতো ববির মা-ও একসঙ্গে জন্ম দিয়েছিল চার-চারটি নাদুসনুদুস ছানা। কিছুদিন যেতে না যেতেই একসঙ্গে এতগুলো ছানার ভরণ-পোষণ ও লালন-পালন নিয়ে চিন্তিত হয়ে পড়েন কুকুরদের মালিক লিওনেল কস্তা।

আর তাই একদিন হুট করেই একটি ছানাকে রেখে বাকি তিনটিকে রেখে আসেন নিরাপদ এক স্থানে। যেখানে তারা বেড়ে ওঠবে প্রকৃতির আপন নিয়মে। ফিরে এসে লিওনেল কস্তা মায়ের কাছে রেখে দেওয়া ছানাটির নামও রাখেন একটি, ববি! হেলতে দুলতে ধীরে ধীরে ববি বেড়ে ওঠে নির্মল-সবুজ খামারবাড়িতে।

ববির মা একসঙ্গে জন্ম দিয়েছিলোচার-চারটি নাদুসনুদুস ছানা; Image Source: iStock

ববিরা রাফেইরো জাতের কুকুর। এজাতীয় কুকুরগুলো খামারের গৃহপালিত পশু-পাখিকে সুরক্ষা প্রদানের জন্য পোষা হয়ে থাকে। এদের সাধারণ জীবনকাল ১২-১৪ বছর পর্যন্ত হলেও ব্যতিক্রম হয়েছে ববি। তবে, তার মা-ও বেঁচেছিল প্রায় প্রায় ১৮ বছর পর্যন্ত!

ববির জন্ম ১১ মে, ১৯৯২ সালে। সেই হিসেবে এ বছরের ১১ মে সে পা দিয়েছে ৩২ বছরে। এর মাঝেই বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কুকুর হিসেবে জায়গা করে নিয়েছে গিনেজ বুকে। যদিও ববির পূর্বে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কুকুরের খেতাবটি ছিল অস্ট্রেলিয়ান কুকুর রুয়ির দখলে। ১৯৩৯ সালে ২৯ বছর ৫ মাস বয়সে মৃত্যুবরণ করে রুয়ি।

গিনেজ বুকে রেকর্ড গড়ার পর স্থানীয় কৌতূহলী জনতার ঢল নামে ববিদের বাড়িতে। বিশ্বের বিভিন্ন প্রান্তের উৎসুক সাংবাদিকরাও ছুটে আসেন ববির ছবি ও তথ্য সংগ্রহে।

This is a Bengali article about the oldest dog in the world Bobi.
Feature Image: CNN
References:
1. Bobi breaks Guinness World Record for oldest dog ever - BBC News
2. Oldest dog EVER record broken by 30-year-old Bobi from Portugal - Guinness World Records.

Related Articles