রুয়েটে অনুষ্ঠিত হলো ‘রোবোটেক এক্সিবিশন ২০১৮’

  • গত ২৮ ফেব্রুয়ারি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘রোবোটেক এক্সিবিশন ২০১৮’।
  • অনুষ্ঠানটির আয়োজনে ছিলো রুয়েটের অন্যতম সংগঠন ‘রোবোটিক সোসাইটি অফ রুয়েট’।
  • রুয়েটের ক্যাফেটেরিয়াতে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সজল কুমার দাস।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘রোবোটিক সোসাইটি অফ রুয়েট’-এর উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে আয়োজিত হয় ‘রোবোটেক এক্সিবিশন-২০১৮’। উক্ত প্রদর্শনীতে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত প্রজেক্টসমূহ প্রদর্শন করে, যার মধ্যে উল্লেখযোগ্য লাইন ফলোয়ার রোবট, ব্লুটুথ দ্বারা চালিত রোবট, শ্যাডো রোবট, সকার রোবট, ওয়াকিং রোবট প্রভৃতি।

প্রজেক্ট সম্পর্কে বিশদ বর্ণনায় নিমগ্ন শিক্ষার্থীরা ; Image Credit: RSR

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সজল কুমার দাস।  প্রদর্শনীর ব্যাপারে তিনি বলেন, “রোবোটেক এক্সিবিশন আয়োজন অনেক ভালো একটি পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে রোবট সম্পর্কে আগ্রহ বাড়বে বলে আশা করা যায়। ভবিষ্যতে এরকম আরও প্রদর্শনী বা কর্মশালা আয়োজনের দ্বারা রোবোটিক্সের জ্ঞান এবং আগ্রহ শিক্ষার্থীদের মাঝে জাগানো যাবে। শিক্ষার্থীরা এ ধরনের কাজ করার মাধ্যমে মাইক্রোকন্ট্রোলার এবং আর্ডুইনো ব্যবহার শিখতে পারছে, যা পরবর্তীতে তাদেরকে অটোমেশননির্ভর বিভিন্ন কোম্পানিতে চাকরিলাভের ক্ষেত্রে সহযোগিতা করছে।

রুয়েট ক্যাফেটেরিয়াতে এ প্রদর্শনী শুরু হয় সকাল ১০টায় এবং সমাপনী টানা হয় বেলা ২টায়। সকল শিক্ষার্থীর জন্যই এ প্রদর্শনী উন্মুক্ত ছিল, যেখানে প্রায় ২৫ জন শিক্ষার্থী নিজেদের প্রজেক্ট প্রদর্শন করে এবং অনুষ্ঠানে দর্শনার্থীর উপস্থিতিও ছিল আশানুরূপ। এ ধরনের প্রদর্শনী বাংলাদেশের রোবট শিল্পকে এগিয়ে ডিজিটাল বাংলাদেশে গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করেন উপস্থিত দর্শনার্থীরা।

এর আগে রোবোটিক সোসাইটি অফ রুয়েট আয়োজন করেছে বেশ কিছু কর্মসূচী, যার মধ্যে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় রোবো টেক ফেস্ট ২০১৮’ অন্যতম। এছাড়া নিয়মিতই আয়োজন করা হয় বিভিন্ন ওয়ার্কশপ এবং সেমিনার, যা উঠতি প্রকৌশলীদেরকে আরও শাণিত করে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যথেষ্ট পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেই মনে করেন সংশ্লিষ্ট সকলে।

Featured Image Credit : RSR

Related Articles

Exit mobile version