- ভারতের বিপক্ষে ছয় ম্যাচের ওডিআই সিরিজের প্রথম তিনটি ওডিআইতে আঙুলের ইনজুরির জন্য একাদশের বাইরে ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স।
- নিজের প্রিয় মাঠ জোহানসবার্গে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচ দিয়ে একাদশে ফিরবেন ডি ভিলিয়ার্স।
- ওডিআই সিরিজের প্রথম তিনটি ম্যাচে ভারতের কাছে যাচ্ছেতাইভাবে পরাজিত হয়েছিলো দক্ষিণ আফ্রিকা।
- দুই স্পিনার চাহাল এবং কুলদ্বীপ তিন ম্যাচে ২১ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন।
ডি ভিলিয়ার্স দলে ফেরাতে দক্ষিণ আফ্রিকার ভাগ্য পরিবর্তন হয় কিনা, তা-ই দেখার বিষয়। জোহানসবার্গে ২০১৩ সাল থেকে অনুষ্ঠিত সবকটি ওডিআইতে গোলাপি জার্সি পরে মাঠে নামেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। নারীদের স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধির জন্য জোহানসবার্গে অনুষ্ঠিত ওডিআই ম্যাচগুলো উৎসর্গ করে দক্ষিণ আফ্রিকা। জোহানসবার্গে গোলাপি জার্সিতে এখন পর্যন্ত পাঁচটি ওডিআই খেলেছেন দক্ষিণ আফ্রিকা। সবকটি ম্যাচে জয় পেয়েছে স্বাগতিকরা। গোলাপি জার্সি গায়ে রানের ফোয়ারা ছুটিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। পাঁচ ম্যাচের মধ্যে একবার চার শতাধিক, তিনবার তিন শতাধিক রান করেছে দক্ষিণ আফ্রিকা।
গোলাপি জার্সিতে এবিডি ভিলিয়ার্সের দুর্দান্ত রেকর্ড রয়েছে। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে গোলাপি জার্সিতে প্রথম ম্যাচে ১০৮ বলে ১২টি চার এবং তিনটি ছয়ের মারে ১২৮ রান করেছিলেন। এই মাঠেই ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়েছিলেন ভিলিয়ার্স। উইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে নয়টি চার এবং ১৬টি ছয়ের মারে ১৪৯ রানের ইনিংস খেলার পথে মাত্র ৩১ বলে শতক হাঁকান তিনি।
ডি ভিলিয়ার্স গোলাপি জার্সিতে ভারতের বিপক্ষে একটি ওডিআই খেলেছেন। ঐ ম্যাচে তিনি ৪৭ বলে ছয়টি চার এবং চারটি ছয়ের সাহায্যে ৭৭ রান করেছিলেন। এবি ডি ভিলিয়ার্স গোলাপি জার্সিতে পাঁচ ম্যাচে দুটি শতক এবং দুটি অর্ধশতকের সাহায্যে ১১২.৫০ ব্যাটিং গড় ও ১৫৬.৭৯ স্ট্রাইক রেইটে ৪৫০ রান করেছেন। পাঁচ ম্যাচে ৩৬টি চার ও ২৪টি ছয় মেরেছেন তিনি।
ফিচার ইমেজ- Sky Sports