- ওয়ানডের পর টি-টুয়েন্টিতেও বিশ্বসেরা বোলার নির্বাচিত হলেন রশিদ খান।
- সাকিব আল হাসানকে টপকে টি-টুয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার এখন গ্লেন ম্যাক্সওয়েল।
- ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা কলিন মুনরো বর্তমানে টি-টুয়েন্টিতে বিশ্বসেরা ব্যাটসম্যান।
সময়টা স্বপ্নের মতো কাটছে রশিদ খানের। বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে রশিদকে দলে ভেড়াতে মরিয়া থাকে দলের মালিকেরা। গত সপ্তাহে প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে যৌথভাবে বিশ্বসেরা ওয়ানডে বোলার হিসাবে তার নাম প্রকাশ করে আইসিসি। সর্বশেষ প্রকাশিত টি-টুয়েন্টি র্যাংকিংয়েও রশিদ খান শীর্ষস্থান লাভ করেছেন।
শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৮.৪০ বোলিং গড়ে এবং ৫.২৫ ইকোনমি রেইটে পাঁচ উইকেট শিকার করে আইসিসি বোলিং র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন রশিদ খান। তিনি মোট ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে বোলিং র্যাংকিংয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে থাকা ইশ সোধি থেকে ৫৯ রেটিং পয়েন্টে এগিয়ে আছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।
বোলিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারতের পেসার ভুবনেশ্বর কুমারেরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার আগে ৫১৭ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে ৩৬ তম স্থানে ছিলেন ভুবনেশ্বর। দুর্দান্ত বোলিং করে ম্যান অব দ্য সিরিজ হয়ে ক্যারিয়ার সেরা ৬২২ রেটিং পয়েন্ট ১২তম স্থানে উঠে এসেছেন তিনি।
এছাড়া ইংল্যান্ডের আদিল রশিদ ক্যারিয়ার সেরা ৬০১ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের ১১ রেটিং পয়েন্ট কমলেও র্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন। ৬৫৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৭ম স্থানে।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের ওপেনার কলিন মুনরো ২০৯.৫২ স্ট্রাইক রেইটে ১৭৬ রান করেছিলেন। যার সুবাদে সর্বশেষ আইসিসি টি-টুয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি।
৮০১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন টি-টুয়েন্টির সেরা ব্যাটসম্যান। দ্বিতীয় স্থানে থাকে গ্লেন ম্যাক্সওয়েল তার থেকে মাত্র দুই রেটিং পয়েন্ট পিছিয়ে আছে।
ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক মার্টিন গাপটিল ছয় ধাপ এগিয়ে ৭৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৫ম স্থানে উঠে এসেছেন। ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড দলের সর্বাধিক রান সংগ্রাহক ডেভিড মালান ১২৭ ধাপ এগিয়ে ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন।
বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে র্যাংকিংয়ে সবার চেয়ে এগিয়ে আছেন সৌম্য সরকার। ৫৮১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ২০তম স্থানে অবস্থান করছেন।
আইসিসি র্যাংকিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে একটি শতক সহ ২৩৩ রান করার পাশাপাশি তিন উইকেট শিকার করে বর্তমানে তিনি টি-টুয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার।
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে হাতের ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। ফলে তার রেটিং পয়েন্ট কমে ৩২৬-এ নেমে এসেছে। অন্যদিকে দুর্দান্ত এক সিরিজ কাটানো ম্যাক্সওয়েলের রেটিং পয়েন্ট ৩৯০!
ফিচার ইমেজ – Getty Images