
- হংকংকে পাঁচ উইকেটে পরাজিত করেছে নেপাল।
- নেপালের জয়ে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে আফগানিস্তান।
- আফগানিস্তানকে হারানো হংকং গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল।
- রোহিত কুমার এবং সম্পাল কামি ষষ্ঠ উইকেট জুটিতে ৮৯ রান যোগ করেন।
- নেপালের সন্দ্বীপ লামিচানে ১০ ওভারে মাত্র ১৭ রান খরচায় তিন উইকেট শিকার করেছেন।
বুলাওয়ের অ্যাথলেটিক ক্লাবে হংকং বনাম নেপালের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হংকং।
ব্যাট করতে নেমে উদ্বোধনী উইকেট জুটিতে ২৪ রান যোগ করেন ক্রিস্টোফার কার্টার এবং নিযাকত খান। নয় রান করা কার্টার ফিরে গেলে অধিনায়ক বাবর হায়াত ক্রিজে আসেন। দলীয় ৫৩ রানে বাবর ২০ রান করে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হংকং। তখনও একপ্রান্ত আগলে রেখে সতীর্থদের আত্মাহুতি দেখছিলেন ওপেনার নিযাকত খান।

মাত্র ১৭ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেন লামিচানে; Source: Icc-Cricket.com
দলীয় ১০৬ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসাবে আউট হওয়ার আগে ৪৭ রান করেন নিযাকত। তিনি ফিরে যাওয়ার পর ১০৮ রানে সপ্তম এবং ১১০ রানে নবম উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে হংকং। নয় নাম্বারে নামা এহসান খানের ২১ রান এবং দশ নাম্বারে নামা এহসান নাওয়াজের ১৩ রানের উপর ভর ১৫৩ রান সংগ্রহ করে হংকং।
নেপালের একমাত্র ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলার সুযোগ পাওয়া সন্দ্বীপ লামিচানে ১৭ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেন।
জবাবে উদ্বোধনী উইকেট জুটিতে আনিল সাহ এবং গায়েন্দ্র মাল্লা ৪১ রান যোগ করলে জয়ের পথে এগিয়ে যাচ্ছিলো নেপাল। এরপর এহসান খান এবং আইজাজ খানের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ২৫ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারায় নেপাল। পাঁচ উইকেট হাতে রেখে তখনও জয় থেকে ৮৭ রান দূরে ছিলো মাউন্ট এভারেস্টের দেশটি।

অপরাজিত ৪৮ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রোহিত কুমার; Source: Icc-Cricket.com
দলের বিপর্যয়ের মুখে প্রথমে দেখে-শুনে খেললেও ধীরে ধীরে দলকে জয়ের দিয়ে এগিয়ে নিয়ে যান রোহিত কুমার এবং সম্পাল কামি। ষষ্ঠ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৮৯ রান যোগ করে ৫৮ বল এবং পাঁচ উইকেট হাতে রেখে নেপালের জয় নিশ্চিত করেন তারা। অপরাজিত ৪৮ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রোহিত কুমার।
নেপালের জয়ের ফলে হংকংকে টপকে সুপার সিক্স নিশ্চিত করে আফগানিস্তান।
ফিচার ইমেজ: Icc-Cricket.com