- প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৫১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৬২ রানে গুটিয়ে যায়।
- মাত্র চার রানের জন্য ক্যারিয়ারের তৃতীয় টেস্ট থেকে বঞ্চিত হন মিচেল মার্শ।
- মিচেল স্টার্ক পাঁচ উইকেট শিকার করে দক্ষিণ ব্যাটিং লাইনআপে ধস নামান।
- এক প্রান্ত আগলে রেখে ৭১ রানে অপরাজিত থাকেন এবি ডি ভিলিয়ার্স।
অস্ট্রেলিয়া তিন গতি তারকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলেউডের কথা মাথায় রেখে অতিরিক্ত একজন ব্যাটসম্যান থিওনিস ডি ব্রুইনকে খেলায় দক্ষিণ আফ্রিকা। তারপরেও শেষ রক্ষা হয়নি। ৮ম ওভারে বল করতে আসা স্পিনার নাথান লায়ন পর পর এলগার এবং হাশিম আমলাকে সাজঘরে ফেরান। ভিলিয়ার্সের সাথে জুটি বেধে মারক্রাম এবং ডু প্লেসিস প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টেকেননি।
৩২ রান করা মারক্রামকে কামিন্স এবং ১৫ রান করা ডু প্লেসিস ও ৬ রান করা ডি ব্রুইনকে স্টার্ক তার শিকারে পরিণত করলে ১০৮ রানে দলের অর্ধেক ব্যাটসম্যানের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স এবং ডি কক ৬ষ্ঠ উইকেট জুটিতে ৪২ রান যোগ করে প্রোটিয়াদের মোট সংগ্রহ দেড়শ’ পার করান। এরপরের সব ঘটনার রচয়িতা মিচেল স্টার্ক। তার বোলিং তোপের মুখে পড়ে শেষ চার রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের পাঁচ উইকেটে ১৫০ রান থেকে ১৬২ রানে গুটিয়ে দেওয়ার মূল কারিগর বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তিনি মাত্র ৩৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট শিকার করেন।
দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স একপ্রান্তে অটল থেকে সতীর্থদের আসা-যাওয়া দেখছিলেন। দলের বিপর্যয়ের মুখেও তিনি দুর্দান্ত এক ইনিংস খেলেন। তিনি ১২৭ বল মোকাবেলা করেন, যার মধ্যে ৯৫% বল তার আয়ত্বাধীন ছিলো। ডি ভিলিয়ার্স ১২৭ বলে ১১টি চারের মারে ৭১ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া অস্ট্রেলিয়া ৩৫১ রান সংগ্রহ করে। মাত্র চার রানের জন্য শতক মিস করা মিচেল মার্শের ৯৬ রানের ইনিংসের পাশাপাশি ডেভিড ওয়ার্নারের ৫১ রান এবং স্টিভ স্মিথের ৫৬ রানের উপর ভর করে ৩৫১ রানের সন্তোষজনক সংগ্রহ জমা করে অজিরা। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ঝড় তোলেন স্টার্ক। মাত্র ২৫ বলে চারটি চার এবং দুটি ছয়ের মারে ৩৫ রান করেন। পেসারদের স্বর্গে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার মাহারাজ পাঁচ উইকেট শিকার করেন।
প্রথম ইনিংসে ১৮৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে নয় উইকেটে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে অজিরা ৪০২ রানে এগিয়ে আছে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ব্যানক্রফট। দক্ষিণ আফ্রিকার হয়ে মরকেল এবং মাহারাজ তিনটি করে উইকেট শিকার করেন।
ফিচার ইমেজ – Getty Images