২০১৯ সালে প্রায় দুই লক্ষ সালভাদরীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার অধিকার হারাবে বলে জানিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। গত সোমবার ঘোষিত এই সিদ্ধান্ত অভিবাসী সম্পর্কে ট্রাম্পের দৃঢ় পদক্ষেপকে নির্দেশ করে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সালভাদরীয়দের ‘অস্থায়ী সংরক্ষিত অবস্থা’ ২০১৯ সালের ৯ সেপ্টেম্বরে সমাপ্ত করবে কর্তৃপক্ষ, যা তাদেরকে দেশটি ছাড়তে ও বৈধ আবাস খুঁজতে ১৮ মাস সময় দান করছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত সালভাদরীয় সম্প্রদায়ের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা। তাদের মতে, মধ্য আমেরিকার দেশটি জোরপূর্বক ফেরত পাঠানো হাজার হাজার পরিবারকে গ্রহণ করতে প্রস্তুত না।
প্রায় ষাট লক্ষ লোকের দেশ এল সালভাদরকে পৃথিবীর সবচেয়ে বেশি প্রাণঘাতী দেশগুলোর একটি হিসেবে ধরা হয়। ২০১৬ সালে দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ১৪.৪টি মানুষ খুন হয়। অনিরাপত্তা, শিক্ষা ও চাকরিক্ষেত্রে অনিশ্চয়তার কারণে প্রতিদিন প্রায় গড়ে ৩০০ মানুষ উন্নত ভবিষ্যতের আশায় এল সালভাদর থেকে অন্যত্র পাড়ি জমায়।
অভিবাসী সমর্থকরা এই পদক্ষেপের জোরালো সমালোচনা করেছেন। তারা জানান, সিদ্ধান্তটি এল সালভাদরের অবস্থা বিবেচনা না করে নেওয়া হয়েছে। এটি সালভাদরীয়দের যুক্তরাষ্ট্র ছাড়তে বা অবৈধভাবে থেকে যাওয়ার জন্য উপায়ন্তর রাখছে না। ট্রাম্প প্রশাসন বিগত বছর সালভাদরীয়দের সংরক্ষিত অবস্থা তুলে নিবে কিনা সে ব্যাপারে বেশ কিছু সময়সীমা অতিক্রম করেছে।
যুক্তরাষ্ট্রে সালভাদরীয়রাই এ পর্যন্ত সংরক্ষিত অবস্থার সুবিধা ভোগ করা সবচেয়ে বড় জনগোষ্ঠী। ২০০১ সালে দুবার ভূমিকম্পে প্রায় আট হাজার মানুষ প্রাণ হারালে যুক্তরাষ্ট্র সরকার সালভাদরীয়দের এই সুবিধা দান করে। কিন্ত কর্তৃপক্ষের মতে, ২০০১ সালের ভূমিকম্পের মতো অবস্থা এখন আর বিরাজ করছে না।
ট্রাম্প প্রশাসনের সংরক্ষিত সুবিধার পরিবর্তনের কারণে বিগত দুই বছরে যারা যুক্তরাষ্ট্রে থাকা ও কাজ করার অনুমতি পেয়েছিল তারা সকলেই বিতাড়িত হতে পারে।
ফিচার ইমেজ: Fortune