ট্রাফালগার: নৌযুদ্ধের ইতিহাসের অন্যতম মাইলফলক (পর্ব ৫)
ইতিহাসসেরা অ্যাডমিরালদের তালিকা করলে নিশ্চিতভাবেই প্রথম সারিতে থাকবেন ব্রিটিশ অ্যাডমিরাল হোরাশিও নেলসন। তার শ্রেষ্ঠ বিজয় সম্ভবত ট্রাফালগার। নৌ ইতিহাসেও ট্রাফালগারের গুরুত্ব অপরিসীম। বলা হয় সমুদ্রজুড়ে রয়্যাল নেভির শতাব্দীব্যাপী আধিপত্যের ভীত গড়ে দিয়েছিল নাকি ট্রাফালগারই। নৌ রণকৌশলেও ট্রাফালগারের পথ ধরে সূচীত হয় বহু পরিবর্তন, যা আজো বিভিন্ন রূপে বজায় আছে। এই লেখনীতে তুলে ধরা হবে ট্রাফালগারের আনুপূর্বিক বর্ণনা।