সিনেমার কেন্দ্রবিন্দু অ্যালকোহল দ্বারা প্রতিষ্ঠিত হলেও, ন্যারেটিভ কিন্তু ওটা দ্বারা চালিত হয়নি। ন্যারেটিভ চালিত হয়েছে চার বন্ধুর ক্রাইসিস দ্বারাই। কোনো অবস্থাতেই মদ কোনোকিছুর সমাধান হতে পারে না। এটা হলো অ্যানাদার রাউন্ডের বক্তব্যের জায়গা, যেখানে পৌঁছাতে নীতিকথার প্রপাত ঝরাতে হয়নি। এবং এ জায়গাতেই এ সিনেমার সবচেয়ে বড় সাহস লুকিয়ে আছে। গড়পড়তা নৈতিক শিক্ষায় যেমন ভারি এই সিনেমা হয়নি, তেমনি মদ্যপানকে গ্লোরিফাই করারও চেষ্টা করেনি। এটা অনুসন্ধান চালিয়েছে মদ্যপানের পেছনের কারণে। চালিয়েছে মানুষের প্রকৃতিতে, যেমনটা পরিচালকের বাকি সিনেমাগুলোও করে থাকে।