কেন এবারের আইপিএলে পারফর্ম করাটা অন্যবারের তুলনায় দুরূহ?
দলকে জেতানোর চাপ, ভালো খেলার চাপ, উদীয়মানদের জন্যে নজর কাড়ার চাপ তো প্রতিবছরই থাকে। কিন্তু এবার যে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, সূতলি পরিমাণ ‘নট নড়নচড়ন’ নিয়মকানুন, আর এক অদৃশ্য অসুরের সঙ্গে লড়াইয়ের চাপা আতঙ্কও যুক্ত হয়েছে সঙ্গে।