তবে বিগত এক দশকে মেসি-নেইমার-সুয়ারেজের মতো হাইপ তৈরী করতে পারেননি কেউই। তবে বার্সেলোনার ইতিহাসে শুধু এমএসএন ই নন; প্রতিপক্ষকে ঘোল খাইয়ে ছেড়েছেন এমন অনেক ট্রায়োর ই আবির্ভাব হয়েছে। বার্সেলোনা যদি একটি ধর্ম হয় তাহলে ন্যু ক্যাম্প হবে সেটির তীর্থস্থান। সেই তীর্থস্থানে খেলা রথী মহারথীর সংখ্যাও কম নয়। এমনকি ‘ফ্রন্ট থ্রি’ বিবেচনা করলেও মেসি-নেইমার-সুয়ারেজ এর পাশাপাশি নাম চলে আসবে মেসি-ইতো-ভিয়া, মেসি-পেদ্রো-ভিয়া, মেসি-সানচেজ-পেদ্রোর নাম ও। কিন্তু এমএসএন এর মতো বিধ্বংসী ট্রায়োকে স্মরন করতে হলে পিছিয়ে যেতে হবে ৯০ এর দশকে। সেই সময়টা ছিলো শুধুই রোমারিও- লাউড্রপ-স্টইচকভের।