মহামারীর সময়ে আমাদের জীবনধারণের উপায় বদলে গেছে, মূল্যবোধ বদলে গেছে, বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি। এই মহামারীতে সবচে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষেরা, যারা বসবাস করছে দারিদ্রসীমার নিচে। আর তাদের কাছে এই রোগের মহামারী আবির্ভূত হয়েছে ক্ষুদা এবং সংকটের মহামারী হিসেবে, কারণ এই মানুষগুলোর দৈনিক উৎপাদনের ৬০-৮০ ভাগই খরচ হয় খাদ্যের যোগানে। রাষ্ট্রগুলোকে এই ভালনারেবল অংশের সমস্যাগুলোকে যথাযথভাবে এড্রেস করতে হবে, আমাদের সবাইকে হতে হবে আরো মানবিক।