নর্স সৃষ্টিতত্ত্ব: যেভাবে আগমন ঘটলো সবার
নর্স মিথ দারুণভাবে প্রভাবিত করেছে ইউরোপকে। তার বড় প্রমাণ সপ্তাহের বারের নামগুলোতে নর্স দেবতাদের নামের দাগ। নর্দ্রি, ভেস্ত্রি, সুন্দ্রি এবং এস্ত্রি- এই চার বামনের নাম থেকেই হাল আমলের দিকের নাম নর্থ, ওয়েস্ট, সাউথ এবং ইস্ট উৎসারিত। মিশর, ব্যবিলন, গ্রীস কিংবা চৈনিক সৃষ্টিতত্ত্বের চেয়ে তাদের সৃষ্টি বিবরণীও কম সমৃদ্ধ নয়।