টিকোইল: মনোমুগ্ধকর রংতুলির আঁচড়ে আঁকা ‘আলপনা গ্রাম’
কল্পনার রঙে পুরো গ্রাম রাঙিয়ে তুলেছেন আলপনা গ্রামের মানুষেরা। মাটির ঘরের দেয়ালে অজস্র রঙের ছটায় রঙিন হয়ে উঠেছে চারপাশ। এখানকার প্রত্যেকটা বাড়ি আলপনা দিয়ে সুসজ্জিত। প্রজন্ম থেকে প্রজন্ম গ্রামের বধূ ও মেয়েরা ঘরের চারপাশে আলপনা এঁকে থাকেন। আলপনা চর্চায় গ্রামের মানুষদের শৈল্পিক রুচি ও মননশীলতার পরিচয় মেলে।