যেভাবে থেমে গিয়েছিল চারশ বছরের পাল শাসন
প্রাচীন বাংলা অঞ্চলে পাল শাসন প্রতিষ্ঠা প্রাচীন বাংলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। শত বছরের রাজনৈতিক শূণ্যতা ও অরাজকতাপূর্ণ সময় “মাৎস্যন্যায়” যুগ পেরিয়ে জনজীবনে এক প্রকার স্বস্তি এনেছিল পাল শাসন। পালদের শাসনাধীন এলাকা যদিও বেশিরভাগ সময়ই খুব বেশী বড় ভূখন্ডজুড়ে ছিল না কিংবা পুরোটা সময় নিরবচ্ছিন্ন কিংবা শক্তিশালী সাম্রাজ্য হিসেবেও টিকে ছিল না, তারপরেও বাংলা অঞ্চলের রাজনৈতিক ইতিহাসের পট পরিবর্তনের সাথে পাল বংশের ইতিহাস খুবই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সুদীর্ঘ চারশ বছর ধরে কখনও প্রবল প্রতাপে আবার কখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে টিকে থাকা পাল শাসন কিভাবে হারিয়ে ফেলেছিল তাদের চারশো বছরের সাম্রাজ্য?