যে পাঁচ উপায়ে আমরা আসন্ন ১ হাজার কোটি মানুষের খাদ্য চাহিদা মেটাতে পারবো
আর মাত্র ৩০ মৌসুমের মধ্যেই বিশ্বের জনসংখ্যা ১ হাজার কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে। আসন্ন খাদ্য সঙ্কট মোকাবেলায় আমাদের এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, যার ফলে অতি অল্প সময়ে আমরা ফসল উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি। আর সে পদক্ষেপগুলো কী হতে পারে, সেই উত্তর খুঁজেছেন বিবিসির সাংবাদিক ও উপস্থাপক গ্রেগ ফট।