সেরা দল সাফল্যের নিশ্চয়তা নয়
খোদ বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিশ্বাস করেন, এবারই বাংলাদেশের সেরা সময়। বিশ্বকাপ বিষয়ক আলোচনায় অনেকবারই নড়াইল এক্সপ্রেস সাংবাদিকদের সঙ্গে আড্ডায় বলেছেন, এবার বিশ্বকাপে আমরা কেন যাবো? সেমিফাইনাল খেলতে, প্রথম পর্ব থেকে চলে আসতে, কে কি ভাবে জানি না, আমি মনে করি এই চিন্তা করে যাওয়ার কোনো মানে হয় না। অনেক হয়েছে। এবার যেতে হবে বড় টার্গেট নিয়ে।