সত্যজিৎ রায়ের ‘মহানগর’: নগরজীবনের চিরকালীন রূপায়ন
সত্যজিৎ রায়ের একটি অনন্য সৃষ্টি “মহানগর।” নরেন্দ্রনাথ মিত্রের “অবতরণিকা” গল্প অবলম্বনে চলচ্চিত্রকার ১৯৬৩ সালে এই চলচ্চিত্রটি নির্মাণ করেন। এক মধ্যবিত্ত পরিবারের গল্প বলতে গিয়ে এ সমাজের রূঢ় বাস্তবতাগুলোকে অত্যন্ত নিপুণ আঁচড়ে তিনি এ চলচ্চিত্রে পরিস্ফুটিত করেছেন।