মুঘল সম্রাট নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুনের করুণ মৃত্যু
তবে সম্রাটের এই হঠাৎ মৃত্যুতে এই যাত্রা কিছুটা হলেও হোঁচট খেয়ে গেলো। সম্রাট হুমায়ুন আর নেই, সাম্রাজ্যের প্রশাসন বিশৃঙ্খল, সম্রাটের সেনাবাহিনীর বিভিন্ন অংশ তখনও বিভিন্ন এলাকায় যুদ্ধে ব্যস্ত। আর অন্যদিকে যুবরাজ আকবরকে তখনই নাবালকই ধরা যায়। এরকম অবস্থায় বাইরের শত্রু থেকে যেমন আক্রমণের আশঙ্কা থাকে, ঠিক তেমনি ঘরের শত্রুরাও সুযোগ বুঝে ছোবল মেরে বসে। কে বলতে পারে যে মুঘল সেনাবাহিনীর কোনো জেনারেল নিজেই ক্ষমতা দখল করে বসতে চাইবেন না? গোটা পরিস্থিতি বিচারে সম্রাটের সভাসদরা বেশ ঘাবড়ে গেলেন।