সুপ্রিয় পাঠক, আজকে আপনাদের এমন একটি নদীর সাথে পরিচয় করাবো, যেটি এই নীল নদ ও আমাজন থেকেও কয়েক গুণ বড়। শুনে আপনারা অবাক হতে পারেন। বলতে পারেন, “কই? কোথাও এদের চেয়ে বড় নদী আছে, এমন তথ্য কখনো শুনিনি।” তাহলে বলবো, অবশ্যই আছে। তবে এই নদী আমাদের ভূপৃষ্ঠের কোথাও বয়ে চলছে না। এই নদী কোনো সাগরে পতিত হচ্ছে না। এই দীর্ঘ নদীর অবস্থান আমাদের মাথার উপরে, বায়ুমণ্ডলে। অবস্থান অনুযায়ী এর নাম দেওয়া হয়েছে বায়ুমণ্ডলীয় নদী