সম্রাট হুমায়ুনের দ্বিতীয় রাজত্ব: সাম্রাজ্য পুনরুদ্ধার
সিকান্দার শাহ সুরির ভাগ্য বেশ ভালো ছিলো। হঠাৎ এই ব্যাপক দলত্যাগের ফলে শাহ আবুল মালীর সেনাবাহিনীর সামর্থ্য হ্রাস পেয়েছিলো, ফলে তিনি আর অবরোধ ধরে রাখতে পারলেন না। সুযোগ পেয়ে সিকান্দার শাহ সুরি আবারও পাহাড়ে আত্মগোপন করলেন।