গ্যারি কাসপারভ বনাম ডিপ ব্লু: যন্ত্রের কাছে যেবার হেরে গিয়েছিল মানুষ
মাত্র ১২ বছরের মধ্যে তিনি প্রায় ২,৪০০ দাবা ম্যাচ খেলে ফেলেন। বলতে পারেন এর মধ্যে তিনি কয়টি ম্যাচ হেরেছেন? মাত্র ১৭০টি। শতকরায় যেটা মাত্র ৭টি। ১২ বছরের মধ্যেই তিনি সোভিয়েত অনূর্ধ্ব-১৮ দাবা চ্যাম্পিয়ন বনে যান। ১৭ বছর বয়সে তিনি অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন। ১৯৮৫ সালে ইতিহাসের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বসেরার খেতাব অর্জন করেন। ২০০০ সাল পর্যন্ত মোট ৫ বার তিনি তার খেতাব ধরে রাখেন।