১৮৫৯ সালে থেকে ১০ বছর ধরে এক ফরাসী কূটনীতিকের তত্ত্বাবধানে খনন হওয়া সুয়েজ খাল দিয়ে এখন প্রতিবছর লেনদেন হয় ৩০ কোটি টন মালামাল। ১৫ লাখ শ্রমিকের ঘামে তৈরি হওয়া এই খাল কীভাবে হয়ে উঠল আধুনিক যুগের সিল্ক রুট? কেন সুয়েজ থমকে গেলে থমকে যাবে আন্তর্জাতিক বাণিজ্য?