- লন্ডনের ফিন্সবুরি পার্ক সন্ত্রাসী হিসেবে পরিচিত ড্যারেন অসবর্নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত।
- এই রায়ের ফলে অসবর্নকে অন্তত ৪৩ বছর জেলে থাকতে হবে।
- মাকরাম আলি হত্যা এবং আরও কিছু মানুষকে হত্যার চেষ্টার অভিযোগে গত শুক্রবার তাকে এ শাস্তি দেয় ব্রিটিশ আদালত।
- গত বছর জুন মাসে ফিন্সবুরি পার্কে মসজিদের কাছে মুসল্লিদের উপর গাড়ি চালিয়ে দিলে মাকরাম আলি (৫১) নিহত হন।
গত বছরের ১৯ জুন লন্ডনের ফিন্সবুরি পার্ক এলাকার একটি মসজিদ থেকে মুসল্লিরা রমজান মাসে নামাজের পর ফেরার পথে তাদের উপর বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দেন ড্যারেন অসবর্ন। এর ফলে মাকরাম আলি নিহত হন, আহত হন আরও ১২ জন।
আদালতে বিচারের সময় জুরিরা জানতে পারেন কীভাবে ড্যারেন ১৮ জুন ‘জেরুজালেম দিবস’ উদযাপন উপলক্ষ্যে একটি যাত্রায় হামলা চালাতে চেয়েও বিফল হন। এরপর তিনি গাড়ি চালিয়ে লন্ডনের ফিন্সবুরি পার্কে গিয়ে ঠিক মাঝরাতের পূর্বে তার হামলার লক্ষ্য স্থির করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পালিয়ে যাওয়ার সময় পথচারীরা পথ রোধ করলে তিনি চিৎকার করে বলেন, “আমি আমার কাজ করেছি।”
হামলার সময় তার পরিবর্তে ডেভ নামে একজন গাড়ির ড্রাইভিং সিটে বসে ছিল বলে তিনি নিজের বিরুদ্ধে অভিযোগ প্রতিহত করার চেষ্টা করেন। তবে সিসিটিভি ফুটেজে কেন শুধু একজন মানুষকে গাড়িতে দেখা যায়, তার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। মাকরাম আলি হত্যার দায় এবং এ হত্যার আগে আরও হত্যার চেষ্টা প্রমাণিত হওয়ায় বিচারক তাকে সর্বনিম্ন ৪৩ বছরের কারাদণ্ড দান করেন। তিনি অসবর্নকে বলেন, “এটি একটি সন্ত্রাসী হামলা ছিল। আপনার উদ্দেশ্য ছিল হত্যা করা।”
আদালতের বাইরে মাকরাম আলির মেয়ে রুজিনা আক্তার বলেন, “বেশিরভাগ সন্ত্রাসী হামলার শিকারের মতোই আমার বাবাও একদম নির্দোষ ছিলেন। এ কারণেই এ ধরনের সহিংসতায় তার মৃত্যু আরও বেশি বেদনাদায়ক।” বাবা সম্পর্কে তিনি আরও বলেন, “তিনি এত শান্তিপূর্ণ ও সাধারণ মানুষ ছিলেন যে কারও প্রতি কোনো মন্দ ধারণা ছিলো না।” তিনি জানান, তার মা এখন হামলার আতঙ্কে বাসা থেকে বের হতেও ভয় পান।
প্রায় ৯ দিনের বিচারকার্য শেষে তাকে এ শাস্তি প্রদান করা হয়। বিচারকের মতে, তিনি একটি আত্মঘাতী পরিকল্পনা করেছিলেন। তার ধারণা ছিল, হামলার পরে পুলিশের গুলিতে তিনি নিহত হবেন।
ফিচার ইমেজ: Latest News – Kirkville