আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগের ফাইনালে নেপালকে সাত রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল ফাইনালে নেপালের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে দলকে শুভ সূচনা এনে দেন অধিনায়ক রোহান মুস্তাফা ও আশফাক আহমেদ। এই দুজন উদ্বোধনী উইকেট জুটিতে ২৪.১ ওভারে ১০৯ রান যোগ করেছেন। রোহান ৫১ রান করে ফিরে গেলেও আরেক ওপেনার আশফাক আহমেদ নেপালের বোলারদের ভালোভাবেই সামাল দিচ্ছিলেন। নেপালের তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের বলে আউট হওয়ার আগে লিস্ট-এ ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান তিনি। আশফাক আহমেদ ১২৩ বলে ১০টি চার এবং তিনটি ছয়ের মারে ১১৪ রান করেন। শাইমান আনোয়ার ২৪ বলে দুটি চার এবং তিনটি ছয়ের মারে ৪০ রান এবং রমিজ শেহজাদ ৪৬ বলে অপরাজিত ৪১* রানের ইনিংস খেললে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। সন্দ্বীপ লামিচানে ১০ ওভারে ৩৯ রান খরচায় এক উইকেট শিকার করে নেপালের সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। দলীয় ৩৮ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারায়। তিন নাম্বারে ব্যাট করতে নামা অধিনায়ক পরশ খাদকা একাই লড়াই চালিয়ে যান। লিস্ট-এ ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলে শেষপর্যন্ত ১১২* রানে অপরাজিত থাকেন খাদকা। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন দীপেন্দ্র সিং আইরি। জয়ের জন্য নেপালের শেষ ওভারে ২৮ রান প্রয়োজন ছিলো। খাদকা শেষ ওভার থেকে ২০ রান সংগ্রহ করে হারের ব্যবধান কমান। পরশ খাদকার ১০৩ বলে তিনটি চার এবং আটটি ছয়ের মারে ১১২* রানের ইনিংস বিফলে যায় আমির হায়াতের বোলিংয়ের সামনে। আমির হায়াত ৫৩ রানের বিনিময়ে চার উইকেট শিকার করেন। নেপালকে সাত রানে হারিয়ে তৃতীয়বারের মতো আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগের শিরোপা ঘরে তোলে সংযুক্ত আরব আমিরাত। আশফাক আহমেদ তার ১১৪ রানের পুরস্কার স্বরূপ ম্যাচ সেরার অ্যাওয়ার্ড জেতেন। সম্প্রতি নেপালের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে দল পাওয়া সন্দ্বীপ লামিচানে টুর্নামেন্টে ১৭ উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত দুই দল-ই আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা করেছে। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে নেপাল চারটিতে এবং সংযুক্ত আরব আমিরাত তিনটি জয় নিয়ে এই যোগ্যতা অর্জন করে।
ফিচার ইমেজ – Peter Della Penna