- আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মরনে মরকেল।
- দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৩টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৪৪টি টি-টুয়েন্টি খেলেছেন মরনে মরকেল।
- গতবছর কমপক্ষে তিনটি কাউন্টি দল তাকে কোলপাক চুক্তিতে দলে ভেড়াতে চেয়েছিল।
- পহেলা মার্চ ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের প্রথম টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের যাওয়ার ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে মার্চের এক তারিখ থেকে।
মরনে মরকেল বলেন,
“এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিলো। কিন্তু আমি মনে করি নতুন অধ্যায় শুরু করার জন্য এখনই উপযুক্ত সময়।
বিদেশি সহধর্মিণীর সাথে আমার সংসার এখনও নতুন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সময়সূচী আমাদের উপর ভীষণ চাপ প্রয়োগ করছে। আমার তাদেরকে এগিয়ে রাখতে হবে এবং সিদ্ধান্তটি ভবিষ্যতের পথচলায় আমাদের উপকার করবে। প্রোটিয়াদের জার্সি গায়ে আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এবং আমাকে সমর্থন জোগানোর জন্য আমি আমার সতীর্থ, ক্রিকেট সাউথ আফ্রিকা এবং পরিবার ও বন্ধুদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমি এখনও মনে করি আমার মধ্যে ক্রিকেটকে দেওয়ার জন্য আরও অনেককিছু বাকি রয়েছে। এবং আমি অধীর আগ্রহে ভবিষ্যৎ জীবনের জন্য অপেক্ষা করছি। বর্তমানে আমার সকল এনার্জি এবং ফোকাস থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াসদের জয় তুলে নিতে সাহায্য করাতে।”
গতবছর ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মরনে মরকেল। চার ম্যাচে ১৯ উইকেট শিকার করা মরনে মরকেলকে কমপক্ষে তিনটি কাউন্টি দল কোলপাক চুক্তিতে দলে ভেড়াতে চেয়েছিল। খুব সম্ভবত ৩৩ বছর বয়সী মরনে মরকেলের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ইংলিশ কাউন্টি ক্রিকেট।
সদ্য সমাপ্ত ভারত সিরিজে তিনটি টেস্টের সবকটি ম্যাচে প্রতিনিধিত্ব করে ১৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ছয়টি ওয়ানডের মধ্যে পাঁচটিতে দলে ছিলেন তিনি। পিঠের ইনজুরির কারণে থাকে শেষ কয়েকটি ওয়ানডেতে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ছিলো। কিন্তু অন্যান্য বোলারদের ইনজুরির দরুন তার কাঁধে দায়িত্ব পড়ে। ২০১৬ সালে মরনে মরকেল পিঠের ইনজুরিতে ভুগছিলেন, যার ফলে তার ক্রিকেট ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিলো। ইনজুরির কারণে ঐ বছরের বেশিরভাগ সময় দলের বাইরে ছিলেন তিনি।
গত কয়েক বছর ধরে ডেইল স্টেইন, ফিল্যান্ডাররা ইনজুরির কারণে দলে আসা-যাওয়ার মধ্যে থাকলে বোলিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। ২০০৬ সালে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মরনে মরকেলের। মাখায়া এনটিনির অবসরের পর দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাক সামাল দেন তিনি। প্রোটিয়াসদের ভয়ংকর বোলিং অ্যাটাকের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৩টি টেস্টে ২৯৪ উইকেট। ১১৭টি ওয়ানডেতে ১৮৮ উইকেট এবং ৪৪টি টি-টুয়েন্টিতে ৪৭ উইকেট শিকার করেছেন মরনে মরকেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবকটি টেস্ট ম্যাচ খেলতে পারলে বিদায়বেলায় তিনশো উইকেটের মাইলফলক স্পর্শ করার সুযোগ পাবেন তিনি।
Featured Image – BCCI