Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

শোনিঙ্গেন স্পিয়ার্স: শিকারের প্রাচীনতম অস্ত্র

জার্মানির একটি রাজ্য লোয়ার স্যাক্সোনির (Lower Saxony) ছোট্ট শহর শোনিঙ্গেন (Schöningen)। মাত্র দশ-এগারো হাজার লোকের শহরে প্রচুর অর্থের বিনিময়ে নির্মাণ করা হয়েছে শোনিঙ্গেন রিসার্চ মিউজিয়াম। প্রাগৈতিহাসিক বিষয়ে আগ্রহ আছে এমন লোকেরা প্রায়ই পা রাখে এখানে। কিন্তু কেন? কারণ শোনিঙ্গেনের এই মিউজিয়ামে নানা পুরাকীর্তির মধ্যে অন্যতম আটটি বর্শা, একত্রে যাদের বলা হয় শোনিঙ্গেন স্পিয়ার্স (Schöningen spears)।

মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছে একটি শোনিঙ্গেন বর্শা; Image Source: dieschoeningerspeere.de

কী এই শোনিঙ্গেন স্পিয়ার্স? বলা হয়- মানুষের ব্যবহৃত কাঠের তৈরি শিকারের অস্ত্রের মধ্যে এই বর্শাগুলো। বিশ্বে এখন পর্যন্ত কাঠের যত পুরাকীর্তি আছে, সেসবের মধ্যেও শোনিগেনের থেকে পুরনো কিছু এখনো খুঁজে পাওয়া যায়নি।প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগ ((Palaeolithic/Old Stone Age), যে যুগের সমাপ্তি আজ থেকে দশ হাজার বছর আগে, সেই প্রাগৈতিহাসিক আমলের অস্ত্র এই বর্শা। নাম শুনেই বোঝা যাচ্ছে এদের খুঁজে পাওয়া গেছে শোনিঙ্গেনেই। এমন একটি জায়গা থেকে এগুলো উদ্ধার করা হয় যেখানে হাজার হাজার বছর ধরেই মানুষ ও পশুপাখির অবাধ পদচারণা ছিল বলে জানা যায়।

মানচিত্রে শোনিঙ্গেন; Image Source: donsmaps.com

একসময় শোনিঙ্গেনের অধিবাসীদের জীবিকার উৎস ছিল শহরের অনতিদূরে কয়লা খনির কাজ। সেখানে ১৯৮২ সালে জার্মানির ইন্সটিটিউট ফর দ্য প্রিজার্ভেশন অব হিস্টোরিক্যাল মনুমেন্টস (institute for the preservation of historical monuments) প্রত্নতাত্ত্বিক কাজের সম্ভাব্যতা নিয়ে জরিপ চালায়। ফলাফল আশানুরূপ হলে অর্থ বরাদ্দ দেয় তারা। প্রাগৈতিহাসিক বিষয়ে অভিজ্ঞ প্রত্নতাত্ত্বিক ড. হার্টমুট থিয়েম (Hartmut Thieme) ১৯৮৩ সালে দায়িত্ব পান প্রজেক্টের। মূল খননকাজ কিন্তু আরম্ভ হয় আরো পরে, ১৯৯৪ সালের দিকে। 

ড. থিয়েম একজন পরিদর্শককে কর্মযজ্ঞ দেখাচ্ছেন; Image Source: evohaft.org

থিয়েমই প্রথম ১৯৯৫ সালে আবিষ্কারটি করেন। যেখানে বর্শাগুলো পাওয়া যায় সেই জায়গাটি চিহ্নিত ছিল ১৩ নং সাইট হিসেবে (site 13)। এখানে গবেষকরা প্রায় তিন-চার বছর কাজ করে অস্ত্রের পাশাপাশি কাঠের লাঠি এবং পশুর হাড়গোড়ও খুঁজে পান। হাড়গোড়ের মধ্যে ছিল গরু, হাতি আর গন্ডার জাতীয় প্রাণীর কঙ্কাল, এবং ঘোড়া ও বাইসনের দশ হাজারের বেশি হাড়। রেডিওকার্বন ডেটিং ব্যবহার করা হয় প্রাচীনত্ব নির্ধারণের কাজে। ফলাফল অনুযায়ী শোনিঙ্গেন স্পিয়ার্সের বয়স ৩,৮০,০০০-৪,০০,০০০ বছর।

খুঁজে পাওয়া গেছে শোনিঙ্গেন স্পিয়ার্স; Image Source: donsmaps.com

সাতটি বর্শা তৈরিতে ব্যবহৃত হয়েছিল স্প্রুস (spruce) গাছের কাঠ, অন্যটিতে পাইন। লম্বায় এগুলো ছয় ফুট থেকে সাড়ে সাত ফুটের মধ্যে। তিনটি বর্শার গঠন দেখে মনে হয় সেগুলো ছুড়ে মারার জন্য তৈরি, চতুর্থ আরেকটি অস্ত্র খুঁচিয়ে খুঁচিয়ে হত্যার জন্য। এগুলোর নির্মাণকৌশল আসলেই চমকে যাবার মতো, অনেকটাই আধুনিক বর্শার কাছাকাছি। থিয়েমের মতে সেই সময়ের তুলনায় শোনিঙ্গেন স্পিয়ার্স হাই-টেক বলতে হবে।  

থিয়েম ধারণা করেন, ১৩ নং সাইট প্রাগৈতিহাসিক যুগে শিকারের স্থান ছিল। অস্ত্রশস্ত্র, হাড়গোড় ইত্যাদি তার মতামতের পক্ষে জোরালো প্রমাণ। কিছু কিছু নিদর্শন দেখে এখানে নানা আচার অনুষ্ঠান পালন করা হতো বলেও মনে করেন গবেষকেরা। শিকারীরা এজন্যও শোনিঙ্গেন স্পিয়ার্স ব্যবহার করতো বলে মত আছে। 

শোনিঙ্গেন স্পিয়ার্সের মতো ইংল্যান্ডের ক্ল্যাক্টন-অন-সি অঞ্চলে (Clacton-on-Sea) পাওয়া গেছে বর্শার ফলা। দুটো মিলিয়ে গবেষকরা সিদ্ধান্ত পোষণ করেন যে প্রাগৈতিহাসিক যুগে ব্যাপক আকারে শিকারীদের হাতে এসব অস্ত্র ছিল। বড় আকারের পশুপাখি শিকার করত তারা। ইংল্যান্ডে পাওয়া গেছে পাঁচ লাখ বছর আগের গন্ডার জাতীয় প্রাণীর ফসিল, যাতে বর্শার আঘাতের চিহ্ন দেখা যায়। 

প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রশস্ত্রের নানা নিদর্শন; Image Source: zmescience.com

শোনিঙ্গেন নিয়ে বিজ্ঞানীদের একটা তর্ক ছিল। এটা সত্যি যে কিছু কিছু বর্শা ছুড়ে মারার মতো করে তৈরি। তবে তখন পর্যন্ত তাদের জানামতে প্রাগৈতিহাসিক যুগে দূর থেকে শিকার করার প্রচলন ছিল না, শিকারকে ফাঁদে আটকে কাছ থেকে খুঁচিয়ে হত্যা করা হতো। বিতর্ক নিরসনে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (University College London) একদল গবেষক একটি পরীক্ষার আয়োজন করেন। বর্শা ছুড়তে অভিজ্ঞ (javelin throwers) ছয়জনকে ডেকে আনেন তারা। শোনিঙ্গেন স্পিয়ার্সের যথাযথ রেপ্লিকা হাতে নিয়ে ছুড়ে মারেন তারা। বিশ মিটার পর্যন্ত দূরত্বে মোটামুটি নির্ভুলভাবেই নিশানা ভেদ করা গিয়েছিল।

ফলাফলের ভিত্তিতে সায়েন্টিফিক রিপোর্টস (Scientific Reports) জার্নালে প্রকাশিত প্রবন্ধে দাবি করা হয়- প্রাগৈতিহাসিক শিকারীরা বর্শা দ্বারা দূর থেকে শিকার করতে পারতেন। ছোটবেলা থেকেই তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেয়া হতো, সুতরাং বড় হতে হতে লক্ষ্যভেদে যথেষ্ট দক্ষতা অর্জন করতেন তারা। অন্যতম গবেষক ম্যাট পোপের (Matt Pope) ভাষ্য- এই প্রযুক্তি যে তাদের হাতে ছিল এটা অভূতপূর্ব আবিষ্কার।

শোনিঙ্গেনের খননকাজ চালিয়ে যেতে ২০০৮ সালে লোয়ার স্যাক্সোনি সরকারের এবং টুবিঙ্গান (Tübingen)  বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় রিসার্চ প্রজেক্ট। জার্মান সরকার এতে অর্থায়ন করে। মূল দায়িত্ব অর্পিত হয় নিকোলাস কনরাড নামে এক নামকরা প্রত্নতাত্ত্বিকের হাতে। তিনি ও তার দল ১৩ নং সাইট পেয়েছেন আরো নানা চমকপ্রদ নিদর্শন। শোনিঙ্গেন স্পিয়ার্সসহ সেসবের ঠিকানা শোনিঙ্গেন রিসার্চ মিউজিয়াম। যদি দেখতে চান তাহলে জার্মানি থেকে ঘুরে আসতে পারেন কিন্তু!

This is a Bengali language article about the Schöningen Spears, the oldest known wooden hunting weapons. Necessary references are mentioned below:
References
1. Schoch WH, Bigga G, Böhner U, Richter P, Terberger T. New insights on the wooden weapons from the Paleolithic site of Schöningen. J Hum Evol. 2015 Dec;89:214-25.
2. Conard NJ, Serangeli J, Böhner U, Starkovich BM, Miller CE, Urban B, Van Kolfschoten T. Excavations at Schöningen and paradigm shifts in human evolution. J Hum Evol. 2015 Dec;89:1-17.
3. Dennell, R. The world's oldest spears. Nature 385, 767–768 (1997).

Feature Image: ucl.ac.uk

Related Articles