হাজিয়া সোফিয়া: বাইজেন্টাইন আমলের অসাধারণ এক স্থাপত্যকর্ম
খ্রিস্টান এবং মুসলিমদের ধর্মের নানা প্রতীক এবং বাণী বর্তমানে পাশাপাশি দেখতে পাওয়া যায় বাইজেন্টাইনদের এই অসাধারণ স্থাপত্য হাজিয়া সোফিয়াতে। সম্পূর্ণ ভিন্ন দু’টি ধর্মবিশ্বাসের আশ্চর্য এক সহাবস্থান চোখে পড়ে জাদুঘরটিতে।