শ্যাটিয়ন কার গ্রেভ ইয়ার্ড: ষাট বছর ধরে থমকে থাকা গাড়ির বহর
বয়সের ভারে ক্ষয়ে যাওয়া, মরচে পড়া সেই গাড়িগুলোকে দেখলে মনে হতে পারে, এগুলো আদতে গাড়ি নয়, বরং গাড়ির ভূতুড়ে অবয়ব কিংবা কঙ্কাল। ঝরা পাতা আর বুনো ঘাসের ভিড়ে ক্ষয়ে যাওয়া গাড়িগুলোর অনেকটাই ঢাকা পড়ে গেছে। কোনো কোনো গাড়ির গায়ে জন্মেছে পরগাছা। আবার কোনোটার ভেতর দিয়ে বেরিয়ে এসেছে বিশাল কোনো গাছের শাখা।