একজন টমাস টুখেলের গল্প
প্যারিসে গিয়ে টুখেল বুঝতে পারছিলেন, বিগ ইগো সামলানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার। খেলোয়াড়দের না খেপিয়ে ভালো সম্পর্ক তৈরি করা এবং নিজে যা চাচ্ছেন তা খেলোয়াড়দের কাছ থেকে আদায় করা – এই দুইয়ের মধ্যে ভারসাম্য ধরে রাখাটাই টুখেলের জন্য বড় এক চ্যালেঞ্জ ছিল।