বিভা ও বিভ্রম: মনস্তাত্ত্বিক এক জটিলতার গল্প
উপন্যাসটি আবর্তিত হয়েছে এক মনস্তাত্ত্বিক জটিলতায় ভোগা মানুষকে ঘিরে। সেই মানুষটির ভাবনা, সেই ভাবনার কারণে সম্পর্কের টানাপোড়েন আর এই সবকিছুর ব্যাখ্যা- সব মিলিয়ে এটিই উপন্যাস। এটির জন্য সাদাত হোসাইন লাভ করেছেন ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরষ্কার ২০২১’ ।