কতিপয় বিষাক্ত মাকড়সা বৃত্তান্ত
আমাদের বাসাবাড়ি কিংবা আশেপাশের ঝোপঝাড়েই দেখতে পাওয়া যায় মাকড়সাদের। আট পা এবং ছয় চোখের এই প্রাণীর সা্থে মানুষের তেমন কোনো সম্পর্ক নেই। কিন্তু এইসব মাকড়সাদের মধ্যেই আছে বিষধর সাপেদের থেকেও বিষাক্ত কিছু প্রজাতি যাদের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে। তেমনই কিছু মাকড়সাদের নিয়ে সাজানো হয়েছে এই লেখা।