প্রুশিয়া রাষ্ট্রের উত্থান এমন এক সময়ে, যখন পুরো ইউরোপ পার করছে অস্থির সময়। জন্ম থেকে নিয়ে একীভূত জার্মানির আবির্ভাব অবধি প্রুশিয়া ছিল টালমাটাল শতাব্দীর সাক্ষী। ঘন ঘন যুদ্ধবিগ্রহের পাশাপাশি মানুষের মনোজগতে তখন বইছিল পরিবর্তনের হাওয়া। কুলিন রাজপরিবারগুলির নিরঙ্কুশ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে প্রতিনিধিত্বশীল একটি শাসনব্যবস্থার দাবি দিন দিন জোরাল হচ্ছিল। পরাশক্তিগুলির তুলনায় ক্ষুদ্র প্রুশিয়া নিজেকে রক্ষার জন্য গড়ে তুলেছিল একটি বৃহৎ সামরিক বাহিনী। নানা উত্থানপতনের ভেতর দিয়ে প্রুশিয়া অংশীদার হয়েছিল ইতিহাসের অন্যতম কিছু ঘটনার- নর্দার্ন ওয়ার, সেভেন ইয়ার্স ওয়ার, স্প্যানিশ সাকসেশন লড়াই, অস্ট্রিয়ানদের সাথে যুদ্ধ, ফরাসী বিপ্লব, নেপোলিয়নিক ওয়ার্স, ড্যানিশ ওয়ার এমন আরো কত কি। সৌভাগ্যবান তারা এই কারণে যে প্রুশিয়াকে পথ দেখানোর ভার বারে বারে হাতে তুলে নিয়েছিলেন ইতিহাসবিখ্যাত কিছু ব্যক্তি। ফ্রেডেরিক দ্য গ্রেট, অটো ভন বিসমার্ক তাদের অন্যতম।ঘটনাবহুল এই যাত্রাপথের চমকপ্রদ বর্ণনা প্রুশিয়া থেকে জার্মানি।