যেভাবে পতন হলো মির্জা কামরানের
সিন্ধু নদের তীরে দুই ভাই একে অপরের থেকে বিদায় গ্রহণ করলেন। দুজনই হয়তো জানতেন এ দেখাই তাদের শেষ দেখা। সম্রাট হুমায়ুনকে বিদায় জানানোর পর কিছুদূর এগোনোর পর দেখা গেলো মির্জা কামরান কাঁদছেন। শিশুদের মতো তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। সিন্ধুর তীরে আরেকজনও শিশুদের মতো ফুঁপিয়ে কান্না করছিলেন। তিনি হিন্দুস্তানের মসনদ হারানো দ্বিতীয় মুঘল সম্রাট নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুন।