Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

আকবরের বিরুদ্ধে বৈরাম খানের বিদ্রোহ ও দুঃখজনক মৃত্যু

বৈরাম খান হয়তো আকবরের ঘনিষ্ট লোকদের মনের কথা ঠিকমতো পড়তে পেরেছিলেন। আর এ কারণেই সম্ভবত তিনি তাদের আকবরের আশেপাশে ঘেষতে দিতে চাইতেন না। তবে সম্পূর্ন একা অবস্থায় আকবর যেভাবে সবকিছু সামলে নিয়েছিলেন, তা দেখে যেতে পারলে বৈরাম খান নিশ্চয়ই গর্ববোধ করতেন।

article

খান-ই-খানান বৈরাম খান: অভিভাবক থেকে বিদ্রোহী হয়ে ওঠার গল্প

যদিও বৈরাম খানকে পদচ্যুত করার সিদ্ধান্তটা নিয়েছিলেন আকবরই, তবে আকবরকে সিদ্ধান্তটি নিতে প্ররোচনা দিয়েছিলো আকবররেই ঘনিষ্ঠ কিছু লোকজন। প্রাসাদ ষড়যন্ত্রের এই শিকড়টা ছিলো অনেক গভীরে। এই ষড়যন্ত্র বৈরাম খানকে তো ধ্বংস করবেই, সেই সাথে খোদ আকবরকেই গিলে খেতে চেষ্টা করবে!

article

সেকেন্ড ব্যাটল অব পানিপথ: পানিপথের প্রান্তরে মুঘলদের আরেক বিজয়

‘যতক্ষণ পর্যন্ত বৈরাম খানের শিরা-উপশিরায় রক্তের প্রবাহ বইবে, ততক্ষণ পর্যন্ত বাবুরের বংশের উপর সামান্য আঁচও আমি লাগতে দিবো না। বাদশাহ আকবর এখনো শিশু আর মৃত্যুর পূর্বে বাদশাহ হুমায়ুন আমাকেই আকবরের অভিভাবক নিযুক্ত করেছিলেন। এখন শুধুমাত্র আমার লাশের উপর দিয়েই মুঘল পরিবারকে দিল্লি থেকে উৎখাত করা সম্ভব হতে পারে।’

article

ব্যাটল অব তুঘলকাবাদ: সম্রাট আকবরের রাজত্বের শুরুতেই বিপর্যয়

হিন্দুস্তান এবং মুঘল সাম্রাজ্যের ভাগ্য নির্ভর করছে হিমুকে পরাজিত করার উপর। বালক আকবররে জন্য তা বেশ কষ্টকরই। তবে সৌভাগ্য, আকবরের সাথে রয়ে গেছেন বৈরাম খান, খান-ই-খানান বৈরাম খান!

article

মানুষ হিসেবে যেমন ছিলেন সম্রাট হুমায়ুন

তার চরিত্রে দুর্লভ কিছু গুণের সমাহার যেমন ঘটেছিল, তেমনই কিছু ত্রুটিও ছিল। তবে মানুষ হিসেবে যে তিনি অসাধারণ ছিলেন, তা যে কেউই স্বীকার করতে বাধ্য হবেন।

article

শাসক হিসেবে যেমন ছিলেন সম্রাট হুমায়ুন

কোথাও পিছলে যাওয়ার সম্ভাবনা থাকলে সম্রাট হুমায়ুন অবশ্যই সেখানে পিছলে যেতেন, এমনকি তিনি মৃত্যুবরণও করলেন সেই পিছলে যেয়েই। সম্ভবত এই একটি লাইনই সম্রাট হুমায়ুনের সমগ্র জীবনকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যথেষ্ট!

article

মুঘল সম্রাট নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুনের করুণ মৃত্যু

তবে সম্রাটের এই হঠাৎ মৃত্যুতে এই যাত্রা কিছুটা হলেও হোঁচট খেয়ে গেলো। সম্রাট হুমায়ুন আর নেই, সাম্রাজ্যের প্রশাসন বিশৃঙ্খল, সম্রাটের সেনাবাহিনীর বিভিন্ন অংশ তখনও বিভিন্ন এলাকায় যুদ্ধে ব্যস্ত। আর অন্যদিকে যুবরাজ আকবরকে তখনই নাবালকই ধরা যায়। এরকম অবস্থায় বাইরের শত্রু থেকে যেমন আক্রমণের আশঙ্কা থাকে, ঠিক তেমনি ঘরের শত্রুরাও সুযোগ বুঝে ছোবল মেরে বসে। কে বলতে পারে যে মুঘল সেনাবাহিনীর কোনো জেনারেল নিজেই ক্ষমতা দখল করে বসতে চাইবেন না? গোটা পরিস্থিতি বিচারে সম্রাটের সভাসদরা বেশ ঘাবড়ে গেলেন।

article

সম্রাট হুমায়ুনের দ্বিতীয় রাজত্ব: সাম্রাজ্য পুনরুদ্ধার

সিকান্দার শাহ সুরির ভাগ্য বেশ ভালো ছিলো। হঠাৎ এই ব্যাপক দলত্যাগের ফলে শাহ আবুল মালীর সেনাবাহিনীর সামর্থ্য হ্রাস পেয়েছিলো, ফলে তিনি আর অবরোধ ধরে রাখতে পারলেন না। সুযোগ পেয়ে সিকান্দার শাহ সুরি আবারও পাহাড়ে আত্মগোপন করলেন।

article

ব্যাটল অব সিরহিন্দ: মুঘল সাম্রাজ্যের ‘পুনরুত্থান’ ও সম্রাট হুমায়ুনের নির্বাসিত জীবনের সমাপ্তি

সে যা-ই হোক, সিরহিন্দে মুঘল সেনাবাহিনী আফগানদের শোচনীয়ভাবে পরাজিত করেছে, সিকান্দার শাহ সুরির পতন হয়ে গিয়েছে আর সম্রাট হুমায়ুন লাহোর থেকে দিল্লি পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। হুমায়ুন নিজেকে আবারও ‘হিন্দুস্তানের সম্রাট’ হিসেবে ঘোষণা করলেন। আর এর সাথে সাথেই তার দীর্ঘ ১৫ বছরের নির্বাসিত জীবনের সমাপ্তি হলো। তবে সম্রাট জানেন, এটাই শেষ না। সামনের দিনগুলো এর চেয়েও কঠিন হবে।

article

ব্যাটল অব মাছিওয়ারা: বৈরাম খানের কাছে আফগানদের শোচনীয় পরাজয়

আফগানরা এসময় মুঘলদের ভয়ে এতোটাই আতঙ্কগ্রস্থ ছিলো যে, কোন ঘোড়ার পিঠে মুঘল যোদ্ধা দেখা মাত্রই তারা এমনভাবে পালাতো যে, ভুলেও একবার পেছনে ফিরে মুঘল সৈন্যটিকে দ্বিতীয়বার দেখার মতো সাহস আর তাদের ছিলো না। শের শাহের মৃত্যুর পর তার বীর সেনাবাহিনীর অবস্থা এমনই দাঁড়িয়েছিলো! যা সত্যিই বিস্ময়কর।

article

পতনের পথে শের শাহের সুরি সাম্রাজ্য

অস্থিতিশীল রাজনীতি আর ভঙ্গুর অর্থনীতি, এই দুটি সাথে নিয়ে কোন সাম্রাজ্য সামনে এগিয়ে চলতে পারে না। এধরনের ক্ষেত্রে সাম্রাজ্যটি ভেঙ্গে পরতে শুরু করে। শের শাহের অবর্তমানে তার সাম্রাজ্যটিও ধীরে ধীরে সেই পরিণতির দিকেই এগুচ্ছিলো।

article

হিন্দুস্তানের শাসক হিসেবে যেমন ছিলেন শের শাহ সুরি

একজন মানুষকে মনে রাখা হয় তার কাজের মধ্য দিয়েই। শের শাহ সুরি অল্প কয়েক বছর রাজত্ব করেছিলেন। কিন্তু এই অল্প কয়েক বছরেই তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, তাতে হিন্দুস্তানের ইতিহাসে তার নামটি আজীবন অক্ষয় হয়ে থাকবে।

article

End of Articles

No More Articles to Load