ব্রাজিলের নাম বললেই চোখে ভাসে রিও’র কার্নিভাল, পাঁচ পাঁচটি বিশ্বকাপ আর… রিও ডি জেনিরোর প্রখ্যাত ক্রাইস্ট ডি রেডিমারের মূর্তিটি। ২০০৭ সালের নতুন সপ্তাশ্চর্যের তালিকায় স্থান করে নেয়া স্থাপনাটির নির্মাণ কাজ শুরু হয় ১৯২২ সালে। তিজুকা বনের ৭১০ মিটার উঁচু করকোভাডো পর্বতের চূড়ায় যিশুখ্রিস্টের ৬৩৫ টন ওজনের মূর্তিটি দু’হাত সম্প্রসারণ করে দাঁড়িয়ে আছে।
Featured Image: Worldwonders