মিয়াং খুনের জন্য সবচেয়ে জনপ্রিয় দেশ চীন। মিয়াং খুন একটি প্রাচীন চৈনিক প্রথার নাম যেখানে মৃত ব্যাক্তিকে অন্য একটি মৃত বা জীবিত ব্যাক্তির সাথে বিয়ে দেয়া হয়. বেশিরভাগ সময়েই জীবিত আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে মারা যাবে- এমন মেয়েদের শরীর বিক্রি করা হয় ভূত বিয়ের জন্য। অনেকে আবার এই মৃত মেয়েদের সন্ধান দেয়ার জন্য ঘটকালীও করে থাকেন। এমনই একজন অভিজ্ঞ ভূত-বিয়ের ঘটক জানান, “যেখানে ১৯৯০ সালে একটি মৃতদেহের দাম ছিল ১,০৩৫ ডলার করে সেখানে ২০১৬-তে সে দাম পৌঁছেছে প্রায় ৩২ হাজার ডলারে!”। মৃতের বয়স, মৃত্যুর সময় ও বংশ মর্যাদা অনুযায়ী মৃতদেহের মূল্যে তারতম্য হয়।
কনে যোগাড় হওয়ার পর, অন্য সব চীনা বিয়ের মতো স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হয় ভূত বিয়ে। পার্থক্য শুধু এই যে বর-কনে দুজন মৃত থাকে আর তাদের আত্মীয়রা একই সাথে সুখী আবার দুঃখী থাকেন। মৃতের শ্রাদ্ধ এবং বিয়ে একই দিনে অনুষ্ঠিত হয়।