জাপানী বাঁশ-বুনন শিল্পের কথা: ইতিহাস ও বর্তমান
বাঁশ-বুনন শিল্প জাপানের একটি ঐতিহ্য। এর পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। দৈনন্দিন ব্যবহারের উদ্দেশ্যে জাপানে তৈরি করা বাঁশের পণ্যগুলো একসময় বহির্বিশ্বের নজর কাড়তে সক্ষম হয়; শিল্প থেকে হয়ে উঠে শিল্পকর্ম। এই শিল্পের সাথে জড়িত শিল্পীরাও তাদের পণ্যের শিল্পমূল্য সম্পর্কে সচেতন হয়ে উঠেন , যা তাদের কাজকে আরও সূচারু করে তুলে।