নুশু: চীনের এক গোপন ভাষালিপি
নুশু চায়নার একটি লিখিত ভাষার নাম। সম্ভবত বিশ্বের একমাত্র ভাষা, যা নারীদের দ্বারা, নারীদের জন্য এবং নারীদের কর্তৃকই ব্যবহৃত ও নিয়ন্ত্রিত। তাই, এটিকে গোপন ভাষা বলেও অভিহিত করা হয়। কেননা, কেবলমাত্র নুশুতে দক্ষ একজন নারীই বুঝতে পারবে নুশুর অর্থ।