IEEE KUET Student Branch-এ অনুষ্ঠিত হচ্ছে টেকনিক্যাল আর্টিকেল লেখার বিশেষ প্রতিযোগিতা Authorsgate 3.0।
তৃতীয়বারের মতো উদ্ভাবনী সংগঠন IEEE Student Branch KUET আয়োজন করতে যাচ্ছে টেকনিক্যাল আর্টিকেল রাইটিং কম্পিটিশন Authorsgate 3.0। প্রতিযোগিতাটি দেশের সকল স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও টেকনিক্যাল আর্টিকেল লেখার দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেওয়াই ইভেন্টটির মুখ্য উদ্দেশ্য।
ইতোমধ্যেই প্রতিযোগিতাটি সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভালো সাড়া পেয়েছে। ইভেন্টটির টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে BRACNet Limited; সাথে টেকনিক্যাল পার্টনার হিসেবে থাকছে IEEE Photonics Society Bangladesh Chapter ও IEEE Computer Society Bangladesh Chapter। এছাড়াও এডুকেশনাল পার্টনার হিসেবে আছে Amar iSchool।
ইভেন্টটি দুটি সেগমেন্টে বিভক্ত থাকবে। প্রথমে অনলাইন আবেদনের মাধ্যমে প্রতিযোগীদের তাদের আর্টিকেল গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে হবে। জমা পড়া আর্টিকেলগুলো বিচার করে ৪০ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হবে। পরবর্তী সেগমেন্টটি হবে অফলাইনে, অর্থাৎ সশরীরে। অফলাইন সেগমেন্টে তাদেরকে নির্দিষ্ট বিষয়বস্তু বা বাস্তব জীবনের যেকোনো প্রযুক্তিগত সমস্যার সমাধান নিয়ে লিখতে হবে। এরপর তাদের লেখার দক্ষতা যাচাই করে পুরস্কার দেওয়া হবে। এই ইভেন্টে দেশ -বিদেশের সম্মানিত ও বরেণ্য শিক্ষকগণ বিচারক হিসেবে থাকবেন। ইতোমধ্যেই ২৬টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডররা যুক্ত হয়েছে, যারা ইভেন্ট সংক্রান্ত নানা কাজে সহায়তা করবেন।
সেরা প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষণীয় অঙ্কের পুরস্কার। ইভেন্টটিতে মোট থাকছে ৪৫ হাজার টাকা সমমূল্যের পুরস্কার। এছাড়া সকল বিজয়ীর জন্য Amar iSchool থেকে বিভিন্ন আকর্ষণীয় কোর্সে বৃত্তি ও ছাড় তো থাকছেই! সঙ্গে প্রথম রাউন্ডের সেরা ১০ জনের আর্টিকেল প্রকাশিত হবে IEEE KUET Medium ব্লগে।
ইভেন্টে আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৩।