মায়ের জন্য একটি মানবিক আবেদন

কুয়েট লেদার ‘১৬ ব্যাচের শিক্ষার্থী মোঃ জুবায়ের হুসাইন। তার মা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে এ বছরের এপ্রিলে। চিকিৎসার জন্য ভারতে নিয়ে গেলে ‘এফএনএসি’ করে ডাক্তাররা জানান যে, অপারেশনের কোনো বিকল্প নেই।
 
সেই অনুযায়ী মে মাসের ২৭ তারিখে অপারেশন করানো হয়। তারপর বায়োপসি করালে সেখানে ধরা পড়ে যে, ক্যান্সার থার্ড স্টেজে আছে। চিকিৎসার জন্য ৮টি কেমোথেরাপি, ৪০টি রেডিওথেরাপি এবং ১২ থেকে ১৭টির মতো হরমোন ইনজেকশন (Herceptin) দিতে হবে। প্রতিটি হরমোন ইনজেকশনের দাম ৪৯,০০০ টাকা।
 
এখন পর্যন্ত ৩টি ইনজেকশন দেওয়া হয়েছে। তার পরিবার অপারেশন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ টাকার মতো খরচ করেছে। কিন্তু একটি মধ্যবিত্ত পরিবার আর কতটুকুই বা পারে? তাই আর কোনো উপায় না থাকায় তারা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সংগঠন ‘ট্রাই’ এর কাছে সাহায্য চায়। ‘ট্রাই’ এর সদস্যরা সাহায্যের অনেক চেষ্টা করে। প্রায় সাড়ে ৪ লাখের মতো টাকার ব্যবস্থা করে দেয়। এ অর্থ দিয়ে বিগত মাসগুলোয় চিকিৎসা চলেছে।
 
সামনে আরো ২টি কেমোথেরাপি আছে। এজন্য ১.৫ লাখের মতো টাকা প্র‍য়োজন। আরো ৪ লাখ টাকার মতো লাগবে রেডিওথেরাপি এবং হরমোন ইনজেকশনের জন্য। সব মিলিয়ে প্রায় ৫-৬ লাখ টাকার প্রয়োজন, যেটা আর কোথাও থেকে জোগাড় করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। তাই আমার-আপনার সাহায্য দরকার। আমরা একটু এগিয়ে আসলেই বেঁচে যেতে পারে একজন মা। আমাদের অল্প অল্প অংশগ্রহণে বেঁচে যেতে পারেন তিনি। 
 

আর্থিক সাহায্য পাঠাতে নিম্নোক্ত পদ্ধতিসমূহ অনুসরণ করতে পারেন:

 
বিকাশ

১) 01521419385 (জুবায়ের, রোগীর সন্তান)
২) 01767319919 (মুন্না, লেদার ‘১৬, কুয়েট)
৩) 01918839383 (মারুফ, সিএসই ‘১৫, কুয়েট)

রকেট
১) 01625838151-6 (জুবায়ের)
২) 01521419385-5 (জুবায়ের)
৩) 01521301117-2 (মারুফ, সিএসই ‘১৫, কুয়েট)

ব্যাংক একাউন্ট


জনতা ব্যাংক
একাউন্ট নামঃ মোঃ জুবায়ের হুসাইন
একাউন্ট নংঃ 0100179516807
কুয়েট কর্পোরেট শাখা, খুলনা।


ডাচ বাংলা ব্যাংক
একাউন্ট নামঃ Md. Fahimul Islam
একাউন্ট নংঃ 1561050203965
ময়মনসিংহ ব্রাঞ্চ


ডাচ বাংলা ব্যাংক
একাউন্ট নামঃ Md. Maruf Hasan
একাউন্ট নংঃ 1351050055287
রাজশাহী ব্রাঞ্চ।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে কল দিতে পারেন নিম্নোক্ত নাম্বারসমূহে: 

১) ০১৫২১৪১৯৩৮৫ (জুবায়ের)
২) ০১৬১০১৫৩০৭০ (ফাহিম, লেদার ‘১৬, কুয়েট)
৩) ০১৫২১৩০১১১৭ (মারুফ, সিএসই ‘১৫, কুয়েট)
৪) ০১৫২১৩০০৫৬৮ (শান্ত, টেক্সটাইল ‘১৫, কুয়েট) 

This article is in Bengali language that is a help-seeking post for the mother of Mr. Jubair Hussain, a student from Khulna University of Engineering & Technology.

Related Articles

Exit mobile version