বেদুইন থেকে বিলিয়নিয়ার!

নিজস্ব বর্ণনায় তিনি ‘ধর্ষণের ফসল’। সামাজিক নগ্ন অভিধায় ‘জারজ সন্তান’-ও বটে। শূন্য মরুভূমির নীরব তাবুতে তার মাকে ধর্ষণ করে রেখে যান এক গোত্রপতি। কী দুর্ভাগ্য দেখুন, জন্মের দিন মারা যান সেই প্রত্যাখ্যাত মাও! নানী বলেছিলেন, বেদুইন ঘরের সন্তান, রাখাল হও; শিক্ষার কী দরকার? বিষণ্ণ মরুভূমির সেই ‘ধর্ষণের ফসল’ই আজ বিলিয়নিয়ার। ফ্রান্সের অন্যতম ধনী ব্যক্তি। নাম মোহেদ আলত্রাদ বাদাআই। আলত্রাদ গ্রুপের মালিক। অথচ নিজের জন্ম তারিখটাও জানেন না তিনি। আজ রোর বাংলা ইনসাইটে, আমরা তুলে ধরব মোহেদ আলত্রাদের বেদুইন থেকে বিলিয়নিয়ার হওয়ার গল্প।

Mohed Altrad is a Syrian-born French billionaire businessman, rugby chairman and writer, born c. March 1948. He was born to a very young mother and his Bedouin father gave him away to his grandparents at age four following his mother's death. In 2015, Altrad was named World Entrepreneur of the Year by Ernst & Young

Related Articles

Exit mobile version