নিকোলাই ইভানোভিচ ভেভিলভ: বীজের আদি ইতিহাসের খোঁজে এক বিপ্লবী বিজ্ঞানী
নিকোলাই ইভানোভিচ ভেভিলভ ছিলেন উদ্ভিদ জিনতত্ত্বের অন্যতম সেরা বিজ্ঞানী। বিংশ শতাব্দীর প্রারম্ভে তিনি রুশ বিজ্ঞানমহলে উদ্ভিদের জীববৈচিত্র এবং জিনগত বিশ্লেষণ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন। তিনি পৃথিবীর ইতিহাসে প্রথম সুবিন্যস্ত শস্য বীজ ভাণ্ডার গড়ে তোলেন। তার দেখানো পথ ধরে পরবর্তীতে পুরো পৃথিবীতে শস্য বীজ ভাণ্ডার গড়ে উঠে।