এডওয়ার্ড সাঈদ: ক্ষণজন্মা ফিলিস্তিনি চিন্তক
কমেন্টারি ম্যাগাজিনের ১৯৮৯ সালের আগস্ট মাসের সংখ্যায় তাকে অভিহিত করা হয় ‘প্রফেসর অভ টেরর’ বা ‘জঙ্গিবাদের অধ্যাপক’ নামে যদিও তিনি ছিলেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও তুলনামূলক সাহিত্যের শিক্ষক। নিবন্ধটিতে বলা হয় যে তিনি ইয়াসির আরাফাতের অত্যন্ত আস্থাভাজন এক ব্যক্তি।