খোলা আসমান, অথৈ জলরাশি, বিশাল বড় জাহাজ, ঘুটঘুটে অন্ধকারকে সাক্ষী রেখে ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে সমুদ্রের বুক চিড়ে এগিয়ে চলা, মুহুর্মুহু লুট-তরাজ, বিশ্বাসঘাতকতা, জীর্ণশীর্ণ বস্ত্র, ময়লা দাঁত- এসকল বিশেষণ শুধু জলদস্যুদের সঙ্গেই খাপ খায়। আর সেই জলদস্যুদের জলদস্যু হচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। ডিজনির বদৌলতে জলপথের সেই দস্যুবৃত্তির উপাখ্যান জীবন্ত হয়েছে রূপালী পর্দায়, ‘পাইরেটস অভ দ্য ক্যারিবিয়ান’ […]