দুই এজেন্টের দায়িত্ব সবচেয়ে হিংস্র সিরিয়াল কিলারের সাক্ষাৎকার নেওয়া। সিরিয়াল কিলার এড কেম্পারের খুনের উদ্দ্যেশ্য ও প্রেরণা সম্পর্কে জানতে পারলে হয়ত এফবিআই আরো অনেক খুনের তদন্ত সহজেই করতে পারবে, এই ছিল তাদের বিশ্বাস। অনেকে বলে এই বিষয়ে এজেন্ট ফোর্ডের আলাদা দক্ষতা আছে যা আশীর্বাদসরূপ পাওয়া। তবে এই দক্ষতা কী আসলেই আশীর্বাদ নাকি অভিশাপ? সিরিজ আগাতে থাকে আর প্রতি এপিসোডে ডেভিড ফিঞ্চারের কারিশমা দেখতে পাওয়া যায়। শুধুমাত্র খুনীদের গল্পই না, সে সময়কার বর্ণবাদ, হোমোফোবিয়া এবং কর্মক্ষেত্রের হাজারো সমস্যা নিয়ে মাইন্ডহান্টার। এইসব সাইকোপ্যাথদের সাথে সময় কাটাতে গিয়ে, তাদের গল্প শুনতে গিয়ে তার ছাপ পড়তে থাকে দুই এজেন্টের জীবনেও। ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রের এই টানাপোড়েনের মধ্যে ফোর্ডের অবস্থা বেগতিক হতে থাকে।