দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল: যে অভ্যাসগুলো বদলে দেবে জীবন (পর্ব | ১)
“কোনও ব্যক্তি চিরকাল স্থায়ী হয় না, তবে বই এবং ধারণা ঠিকই টিকে যায়।” – জিম কলিন্স
চিরকাল স্থায়িত্ব ছাড়াও কখনও কখনও একটা বই মানুষের জীবন পরিবর্তন করতে পারে। মানুষের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করার এমন একটা বই নিয়ে আমাদের আজকের আয়োজন। পৃথিবীব্যাপি ব্যাপকভাবে সমাদৃত স্টিভেন আর কোভের সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ পিপল বইটিতে খুব সুন্দর করে বুঝানো হয়েছে আসলেই জীবনকে অর্থবহ করে তোলার জন্য কিভাবে আমরা তৈরী করব নিজেদের। বইটিতে বর্ণনা করা প্রতিটা নীতি নিয়ে লেখক নিজেই বলেছেন,
“হ্যাঁ, আমি বইটি লিখেছিলাম, তবে নীতিগুলি আমাদের অনেক আগে থেকেই জানা ছিল।” তিনি আরও বলেন, “নীতিগুলো প্রাকৃতিক নিয়মের মতো ছিল। আমি যা করেছি তা মানুষের জন্য সংশ্লেষিত করে সেগুলিকে একত্রিত করা।”